আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রযুক্তি নিয়ে প্রতিনিয়ত শিখছেন এবং শেখায় সহযোগী হয়ে একটি চমৎকার কমিউনিটি গড়ার চেষ্টায় অবিরত আছেন।
সময় সুযোগের অভাবে হয়তো খুব বেশি ইন্টারেক্টিভ হতে পারছি না। আচ্ছা যাহোক, আজকে আমরা কথা বলব, ওয়ার্ডপ্রেস নিয়ে শুরুর দিকে কিভাবে একটি এস ই ও ফ্রেন্ডলি বিহেভিয়ার মেইনটেইন করতে পারি এবং সেইসাথে ব্যাসিক কিছু টিপস নিয়ে।
এস ই ও ফ্রেন্ডলি বিহেভিয়ার
ওয়েব ডিজাইনার/ ডেভেলপার এর আবার এস ই ও নিয়ে কথা বলা লাগে কেন? অনেকেই হয়ত ইতোমধ্যে এই প্রশ্ন তুলছেন। আর এটাই স্বাভাবিক কারণ আমাদের প্রফেশনালিজমের ঘাটতি আছে।
আসলে আমরা আমাদের কাজগুলো এমনভাবে করব যেন আমাদের কাজের একটা কোয়ালিটি থাকে। আর এই কোয়ালিটি ই আমাদেরকে সবার কাছ থেকে অনন্য করে তুলবে।
আর তাই শুরুর দিকে এই জিনিসটার উপর ফোকাস দিলে কাজটা হবে সুন্দর কোয়ালিটি মেইনটেইন করা এবং ট্রু প্রফেশনালিজমের পরিচয় ।
তাই আমরা জানার চেষ্টা করছি একজন ওয়েব ডিজাইনার/ ডেভেলপার/ কাস্টমাইজার হিসেবে শুরুর দিকে এস ই ও ফ্রেন্ডলি বিহেভিয়ারটা কিভাবে মেইনটেইন করতে পারি।
প্রথমেই বলে নেই এখানে আমরা অল এবাউট ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলব। এস ই ও নিয়ে তেমন কিছু বলব না।
শুধুমাত্র ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর একজন ডেভেলপার হিসেবে যে বিষয়টা সামনে আসছে সেটাই মূল আলোচ্য বিষয়। এস ই ও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজড ওয়েবসাইট এর লক্ষ্যে এখন না হলেও পরে করতে হবে তখন সেটা একটু সময়সাপেক্ষ ব্যাপার হয়ে দাঁড়াবে।
আচ্ছা, মূল আলোচনায় ফিরে আসি। একটা ওয়েবসাইট শুরু করার জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পর পরিপূর্ণ ওয়েবসাইট রেডি করার পূর্বে সাইটের অনেক কিছু নিয়ে যেমন: পেইজ, ওয়েবসাইট সাজানো ইত্যাদি কাজ করতে হয়। তখন এইগুলো ব্রোকেন বা অসম্পূর্ণ থাকে যার ফলে সাইটটি ইউজারের জন্য ভিজিট উপযোগী হয় না বরং ইউজার এর জন্য বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। সাধারণত একটা নতুন সাইটে কোন ভিজিটর আসার কথা না। কিন্ত ভিজিটর ঠিকি চলে আসে।
একটু অবাক হচ্ছেন? না, তেমন অবাক হওয়ার কিছু নেই। আসলে যখন একটা ওয়েবসাইট আমরা শুরু করি তখন আমাদের ভিজিটর হচ্ছে গুগল। প্রতিনিয়ত সে আমাদের সাইটে আসে। এসে যদি আমাদের ভাঙ্গা-চুড়া সাইটকে গুগলে ইনডেক্স করে নেয় তাহলে এইটা আমাদের জন্যই ক্ষতির কারণ। আর তাই গুগল যেন এই অবস্থায় আমাদের সাইট ইনডেক্স না করে তাই আমরা সেটা বলে দিব।
ইনডেক্স হয়েছে কি না চেক করার জন্যঃ site:domain.com
তারপর যখন আমাদের কাজ শেষ হবে তখন আবার বলে দিব যে এখন আমাদের সাইটে আস ভিজিট কর। আচ্ছা , এই যে, আমরা বলে দিব আমাদের প্রয়োজন অনুযায়ী সেই কোডিং এর কাজটা সহজে করতে আমরা ওয়ার্ডপ্রেসের সেটিং এ যাব। সেখান থেকে Reading -> Discourage search engines from indexing this site এইটাতে ঠিক মার্ক দিয়ে দিলেই গুগল বোঝে যাবে এই ওয়েবসাইটটি এখনো ইনকমপ্লিট বা অসম্পূর্ণ ; তাই সেটা ইনডেক্স করা যাবে না।
এর পরের স্টেপে ঠিক সেটিং থেকেই একটু নিচের দিকে আমরা যাব: Permalinks -> Post name এইটিকে সিলেক্ট করে সেইভ করে দিব। আপাতত এই দুইটি অপশন ই এস ও ফ্রেন্ডলি বিহেভিয়ার যা শুরুর দিকে অনেকেই ভুল করেন বিশেষ করে বেশিরভাগ ডেভেলপাররা এইটাকে কেয়ার করে না। Permalinks -> Post name এইটা এস ই ও এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং, কাজ শুরু করার পূর্বেই এই সেটিংসটা অবশ্যই করে নিবেন। শুধু তাই না, অনেক সময় এই সেটিংটা না করা থাকলে সাইটে প্রবলেম ফেইস করতে হয় তখন ঠিক করতে হয় বা যদি ঠিক থাকেও তবুও আবার সেইভ করতে হয়। এইটা ট্রাবলশুটের একটা বিষয়।
এটি ওয়ার্ডপ্রেস ব্যাসিক কোর্সের একটি পার্ট। আমাদের কোর্সটা বেসিক হলেও আমরা বেসিকের গন্ডির মধ্যে সীমাবদ্ধ না থেকে সর্বোচ্চ চেষ্টা করছি ইন ডিটেইল বিষয়গুলো নিয়ে কথা বলতে। আমাদের কোর্স এর মডিউলটা এভাবেই সাজিয়েছি যেন একজন বিগিনার শুরু করতে ভয় না পায় আর একটা নির্দিষ্ট লেভেলে পৌঁছে যেতে পারে। সুতরাং আমরা কোয়ালিটি কেই প্রাধান্য দিয়েছি।
আশা করি এই আর্টিক্যাল থেকে এস ই ফ্রেন্ডলি বিহেভিয়ারের বিষয়ে সম্যক ধারণা দিতে পেরেছি। এই রিলেটেড কোন জিজ্ঞাসা থাকলে অবশ্যই জানাবেন এবং আমাদের সাথেই থাকবেন।
ধন্যবাদ।
Recent Comments