সি এম এস কি এবং কেন- What is cms?

what is cms

আমরা চাই একটি ওয়েবসাইট তৈরি করতে কিন্ত যেহেতু আমরা একেবারেই বিগিনার লেভেলে আছি সুতরাং আমরা কিভাবে খুব সহজে এই কাজগুলো করতে পারি সেটাই আমাদের মূখ্য উদ্দ্যেশ্য। 

আমরা জানি, যে একটি ওয়েবসাইট তৈরি করতে হলে আমাদের কোডিং বা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ জানতে হয়। কিন্ত আমরা বিগিনার লেভেলে আছি তাই আমরা চেষ্টা করব কোডিং না শিখেই একটা পরিপূর্ণ ফাংশনাল ওয়েবসাইট তৈরি করতে আর এই কাজটিকে সহজে করার জন্য কোডিং ছাড়া যে পদ্ধতিতে করা হয় সেটি ই মূলত সি এম এস এর কাজ।

 অর্থাৎ নন-কোডারদের জন্য একটি সিস্টেম। বর্তমানে একটি জনপ্রিয় সি এম এস আমরা সবাই জানি হলো ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস ছাড়াও আরো অনেক সি এম এস আছে যেমনঃ জুমলা, ম্যাজেন্টো, প্রেসটা শপ ইত্যাদি।

সি এম এস মানে কনটেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ, ওয়েবসাইটে ব্যবহৃত সকল কনটেন্টকে ম্যানেজ করার জন্য যে সিস্টেম সেটাই মূলত সি এম এস।