ফেইসবুক পেইজ এর বিজ্ঞাপন রেস্ট্রিকটেড! জেনে নিন কতিপয় কারণ এবং তার প্রতিকার।
আসসালামু আলাইকুম।
বর্তমান উদ্যোক্তা হওয়ার সবচেয়ে সহজ একটি মাধ্যম ফেইসবুক পেজ। যে কেউ চাইলেই নিমিষেই একটি পেজ ক্রিয়েট করে তার পণ্যের ব্যবসায় নামতে পারে। আমাদের দেশীয় প্রেক্ষাপটে হয়তো ৯০% ভাগের বেশি অনলাইন সেলার আছে যাদের কোন ওয়েবসাইট নাই শুধুই ফেইসবুক পেজ আছে।
সম্প্রতি, একটা আতঙ্কের নাম ফেইসবুক পেজ রেস্ট্রিকটেড এবং এটি একটি চরম বিড়ম্বনার কারণ হয়ে দাড়িয়েছে।
শুধু ফেইসবুক পেজ এ সীমাবদ্ধ নয়, ফেসবুক আইডি এবং এড অ্যাকাউন্টের উপর ফেইসবুক কঠোর নজরদাড়ি করছে।
যার ফলে পেজের বুস্ট অপশন Unavailable হয়ে যায় এবং সেটিতে ক্লিক করলে দেখায়। “
Your advertising access is restricted. You’re not allowed to run ads.
এক নিমিষেই ফেইসবুক ভিত্তিক সেলারের মাথায় হাত।
আজ আমি এর কতিপয় কারণ উল্লেখ করছি যেগুলো ডিজিটাল মার্কেটিং এক্সপার্টগণ ফেইসবুকের গাইডলাইনস এনালাইসিস করে বের করে নিয়ে এসেছেন। আশা করি অনেকেই উপকৃত হবেন। পোস্টটি ডিটেইলস আলোচনা করতে যেয়ে একটু বড় হবে বিধায় পার্ট আকারে পোস্ট করা হবে ইনশা আল্লাহ।
কপি কন্টেন্ট
কোন লেখা, ছবি, ইমেজ গুগল থেকে কপি করে আনলে অবশ্যই সেটি এডিট করে নিতে হবে। আপনি জানেন না, ডিজিটাল মিলিনিয়াম কপিরাইট এক্ট নামে একটা সংস্থা আছে তাদের কাছ থেকে কপি প্রটেক্ট করা কিনা ঐ ইমেজ, লেখা বা কোন কন্টেন্ট। তাহলে সমাধান? প্রোডাক্টের মূল ছবি বা কারো কাছ থেকে পারর্মিশন নিয়ে ব্যবহার করা অথবা ক্রেডিট দেয়া। তবেে কোনরকম ঝামেলায় যেতে না চাইলে অনলাইনে চমৎকার একটি টুল রয়েছে Canva নামে সেটি দিয়ে নিজেই সুন্দর একটি ইমেজ বানিয়ে নিতে পারেন যদি গ্রাফিক ডিজাইন টুল ফটোশপ, ইলাস্ট্রেটর ইত্যাদি জানা না থাকে।
প্রফাইল ইউজারনেম এর সাথে আইডেন্টিটি ম্যাচ থাকা।
এইটাকে আমরা প্রি-প্রটেক্টর বা প্রি- কশাস বলতে পারি। আপনার যে প্রফাইল দিয়ে পেজ ক্রিয়েট করা হয়েছে সেই প্রফাইলের নামের সাথে যত প্রকার আইডেন্টি প্রুফ ডকুমেন্টস আছে যেমন: এন আই ডি, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ইত্যাদির নাম জন্ম তারিখের সাথে হুবহু মিল থাকা। তাহলে আপনার হাতে একটা অপশন থাকবে যখন কোন কারণে পেজটি রেস্ট্রিকটেড হয়ে পড়ে তখন রিভিউ করতে পারবেন। সবকিছু ঠিক থাকলে রিভিউ করে ফেইসবুক আপনার একাউন্ট বা পেজটি আবার সচল করে দিবে বিজ্ঞাপন দেয়ার জন্য।
বুস্টিং সার্ভিসঃ ১০০০ লাইক ১৫০ টাকা সীমিত সময়ের জন্য প্রযোজ্য।
হ্যাঁ, আপনি ফেইসবুককে বোকা বানিয়ে দিলেন ঠিকই আপাতত কিন্ত আপনার বোকা হওয়ার সময়টা সামনে আসছে। আচ্ছা, বলুনতো ফেইসবুকের এড পলিসিতে আপনাকে কি লাইকের কোন গ্যারান্টি দিচ্ছে? না, একটা এস্টিমেটেড রীচ দেখাচ্ছে। তাহলে, এই যে, লাইক আপনি কিনলেন সেটা কিভাবে কিনলেন? নাকি তাদের সাথে ফেইসবুকের কোন চুক্তি আছে?
উত্তর যদি না মিলে তাহলে এই ভুল সামনে আপনার জন্য মন্দ ডেকে আনছে। ফেইসবুক এখন স্বয়ংক্রিয়ভাবে অনেক কিছুর মনিটরিং করে থাকে দুইদিন আগে পিছে।
সুতরাং, যারা রিয়াল কার্ড ছাড়া এইরকম লাইকিং সার্ভিস দেয় তাদের কাছ থেকে দূরে থাকুন।
কন্টেন্ট রুলস ভায়োলেশন
ফেইসবুক এখন আর আগের মত নাই। আমি মজা করে বলি ফেইসবুক এখন যেমন কুল হইছে সেইসাথে হইছে আরো স্ট্রংগার, আরো সার্পনার। সুতরাং, আপনার পোস্টে ব্যবহৃত কন্টেন্ট রীড করে যদি সেখানে ভাল্গার, পর্নোগ্রাফিক কন্টেন্ট বা এমন কিছু যা দৃশ্যত এইদিকে ডাইভ করে, সেইসাথে অস্ত্র, রক্ত বা এমন গ্রাফিক যেটার সাথে পোস্টের কন্টেন্টের কোন মিল নাই এইসব বিষয়ও মনিটরিং করে।
যেহেতু, আমরা শুরুর দিকে কারণসমূহ নিয়ে কথা বলছি কেন এই সমস্যা হয়? তাই এখানে যে পয়েন্টগুলো আলোচনা করা হয়েছে সেখানেই এর সমাধান রয়েছে।
পরবর্তীতে রেস্ট্রিকটেড হয়ে গেলে কিভাবে রিভিউ করবেন তার আলোচনা আসবে। আজকে এ পর্যন্তই। পরবর্তী পার্টে বাকী বিষয়গুলো আলোচনা করব ইনশা আল্লাহ।
***
Recent Comments