ডোমেন প্রাইভেসী প্রটেকশন কি?

domain privacy protection

আমরা যখন একটা ডোমেন কিনি তখন প্রাইভেসী প্রটেকশন অপশন দেখতে পাই। এর জন্য কোন প্রোভাইডার আলাদা চার্জ নেয় আবার অনেকে ফ্রি দেয়। প্রোভাইডার ভেদে এর আলাদা ২৫০- ৩০০ টাকা প্রয়োজন হতে পারে।

আপনি যখন ডোমেন কিনেন তখন আপনার সব তথ্য দিয়ে (নাম, ইমেইল, ফোন ইত্যাদি) রেজিস্ট্রেশন করেন। আর এই রেজিস্ট্রেশনের তথ্যকে হাইড করে রাখার জন্য যে প্রটেকশন দেয়া হয় সেটাই মূলত “ডোমেন প্রাইভেসী প্রটেকশন” বা হু ইজ গার্ড নামে পরিচিত। কেউ আপনার এই তথ্য দেখতে পারবে না।

আপনার ডোমেনের তথ্য দেখতে who.is ওয়েবসাইটে গিয়ে ডোমেন নেম লিখে সার্স করুন। যদি আপনার তথ্য দেখতে পান তাহলে বুঝতে হবে ডোমেন প্রাইভেসী প্রটেকশন নাই।

কেন প্রটেকশন প্রয়োজন?

এটা নির্ভর করবে প্রয়োজনের উপর। নিন্মে এর কিছু কারণ যার জন্য এই প্রাইভেসী প্রটেকশন নিয়ে থাকে তা উল্লেখ করা হলো-

  • নাম থেকেই বোঝা যায় যে প্রাইভেসী প্রটেকশন করার জন্য অর্থাৎ, আমি আমার ডোমেনের তথ্য দেখাতে চাই না।
  • যে কেউ আমার তথ্য নিয়ে মার্কেটিং করতে পারে যেহেতু who.is বা এই ধরণের ওয়েবসাইটে ডোমেন লিখে সার্স করলেই সব তথ্য পেয়ে যাবে এবং সেগুলো নিয়ে মার্কেটার মার্কেটিং করে থাকে।
  • আপনি আপনার পরিচয় গোপন রাখতে চান। হতে পারে আপনি যে সার্ভিসটা দিচ্ছেন সেটা স্পেসিফিক দেশের জন্য না ওয়ার্ল্ডওয়াইড সুতরাং আপনি তথ্য হাইড রাখবেন।

আপনার পরিচিতজন সেইম বিজনেস বা সার্ভিস দেয়। আপনি চান তারা যেন না জানে আপনার বিষয়টি তাই আপনার প্রাইভেসী প্রটেকশন প্রয়োজন।

কেন প্রটেকশন প্রয়োজন হয় না?

বুঝতেই পারছেন বিপরীত চিন্তা করলেই এর উত্তর পাওয়া যায়।

আপনার কোন প্রাইভেসী প্রটেকশনের প্রয়োজন নাই। আপনি চান মানুষ দেখুক আপনি এই ডোমেনের মালিক এতে আপনার গ্রহণযোগ্যতা বাড়বে, আপনার কোম্পানি বিশ্বস্ত হবে। তাহলে আপনি কখনো ফ্রি তে হলেও ডোমেন প্রটেকশনে ঠিক চিহ্ন দিবেন না।