এবার আমরা একটি ওয়েবসাইটের লে- আউট সম্পর্কে ধারণা নিব। একটি ওয়েবসাইটের সাধারণত কি কি লে আউট থাকে তার একটা সম্যক ধারণা না থাকলেে একটা ভালো ওয়েবসাইট ডিজাইন করা যায় না। আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে, ডিফল্ট এই লে-আউট এর পুরো একটা কম্বিনেশান একটি ওয়েবসাইট কে সুন্দর এবং ইউনিক হতে সহায়তা করে। তাই আমাদের বেশী বেশী লে- আউটের ডিজাইন দেখতে হবে।
সাধারণত একটি ওয়েবসাইটের Top Bar – Header Area – Body- Sidebar- Footer- Copyright Area এই সেকশন গুলো থাকে।
Top Bar: এ সাধারণত ফোন নাম্বার, ইমেইল, সোশাল মিডিয়া শেয়ার আইকন ইত্যাদি থাকে। এই বার এর উইথ স্মল হয় এবং একটা আলাদা সেকশন হয়।
Header Area: সাধারণত এই সেকশনে লোগো, প্রাইমারী মেনু, সেকেন্ডারী মেনু (কখনো) সার্স বার, স্লাইডার ইত্যাদি থাকে।
Body: এই সেকশনে দুইটা পার্ট হয় একটা হলো মেইন কন্টেন্ট এরিয়া আরেকটা হলো সাইডবার এরিয়া। তবে হোম পেজে যদি ডিজাইন হয় তাই সাইডবার কখনো থাকে আবার কখনো থাকে না। সচরাচর নিউজপেপার সাইটে সাইডবার থাকে। এছাড়া খুব কম ই হোমপেজে সাইডবার থাকে। কিন্ত ইন্টারনাল ব্লগ এর সিঙগেল পেজে অধিকাংশ সময় সাইডবার থাকে।
Sidebar: এই সেকশনে সাধারণত হোমপেজ এর কোন একটা অংশ বা ইন্টারনাল পেজ এর কোন অংশ সহ সোশাল শেয়ার আইকন বা পপুলার পোস্ট, রিসেন্ট পোস্ট ইত্যাদি ওয়েবসাইটের উইজেট এরিয়া থেকে এনে ডিসপ্লে করা হয়।
Footer: এই সেকশন যেহেতু ওয়েবসাইটের শেষের দিকে থাতে তাই এখানে ওয়েবসাইটের তুলনামূলক কম গুরুত্বপূর্ণ জিনিস থাকে। লিগ্যাল ইনফরমেশন, কুইক লিংকস, এড্রেস, সহ আরো কিছু ইনফরমেশন উইজেটের সাহয্যে বা থিম বিল্ডারের সায্যে নিয়ে আসা হয়।
Copyright Area: মূলত এই সেকশনে কপিরাইট এর মার্ক সহ ওয়েবসাইটের নাম মেনশন করা থাকে। আবার ওয়েবসাইটের মেইন পেজের লিংক ও যুক্ত করা হয়।
একটি ওয়েবসাইটের একটা অভার অল লে আউট সম্পর্কে জানতে পারলাম। সুতরাং আমরা এই লে আউট নিয়ে যদি আরো ঘাটািঘাটি করি তাহলে আরো কিছু পাব। গুগলে ওয়েবসাইট লে আউট লিখে সার্স করলে আমরা আরো ভিন্নতা দেখতে পারব যা আমাদের নলেজকে আরো বেশী সমৃদ্ধ করবে।
Recent Comments